আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার আগেই তালেবান দেশটির এক–তৃতীয়াংশ এলাকা দখল করে নিয়েছে।
আফগানিস্তানের বাদঘিস প্রদেশের রাজধানী কালা–ই–নাউ দখলে আফগান সেনা ও তালেবানের মধ্যে তুমুল লড়াই চলছে। গতকাল বুধবার উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াইয়ের পর আজ বৃহস্পতিবার শহরটির রাস্তায় রাস্তায় তালেবান যোদ্ধাদের মোটরযানে করে টহল দিতে দেখা গেছে। এএফপি ও রয়টার্সের খবর।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার পুরোপুরি সম্পন্ন হওয়ার প্রস্তুতির প্রেক্ষাপটে দেশটিতে সরকারি সেনাদের বিরুদ্ধে অভিযান জোরালো করেছে তালেবান। সাম্প্রতিক মাসগুলোতে তারা যেসব জোরালো অভিযান পরিচালনা করেছে, বুধবারের অভিযান সেসবের একটি।