ইলন মাস্কের জীবনী লিখছেন মার্কিন লেখক ওয়াল্টার আইজ্যাকসন। মাস্ক নিজেই তা জানিয়ে টুইট করেছেন।
পরে আরেক টুইটে মাস্ক যোগ করেন, কয়েক দিন ধরে আইজ্যাকসন তাঁর সঙ্গে সঙ্গেই আছেন এবং আইজ্যাকসনের লেখা বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের জীবনী তাঁর খুব ভালো লেগেছে। এ লেখকই অ্যাপলের প্রয়াত সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের জীবনী লিখেছেন।