চট্টগ্রাম নগরে বাসায় গিয়ে দুই যুবককে টিকাদানের ঘটনায় সোমবার মামলা হয়েছে। এতে উল্লেখ
করা হয়, কাট্টলীর মোস্তফা হাকিম মাতৃসদনের ল্যাব টেকনিশিয়ান বিষু দে নিয়ম ভেঙে গত শনিবার বাসায় গিয়ে দুই ব্যক্তিকে করোনার টিকা দিয়েছিলেন। প্রতি ডোজের জন্য নেওয়া হয়েছে এক হাজার টাকা। এ কাজে দুজনকে সহায়তা করেন তাঁদের এক ব্যাংকার বন্ধু।
বাসায় গিয়ে টিকা দেওয়ার ঘটনা জানাজানি হওয়ার পর টিকা গ্রহণকারী ব্যবসায়ী মো. হাসান (৩৫) ও সহায়তাকারী ব্যাংকার মোবারক আলীকে (৩২) গ্রেপ্তার করেছে খুলশী থানার পুলিশ। গতকাল সকালে মোবারককে এবং আগের দিন রাতে হাসানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল বিকেলে নগরের খুলশী থানায় মামলা করেছেন করপোরেশনের জোনাল চিকিৎসা কর্মকর্তা তপন কুমার চক্রবর্তী। মামলায় গ্রেপ্তার দুজন যথাক্রমে ১ ও ২ নম্বর আসামি।