লন্ডন থেকে বাংলাদেশি মডেল আজিম উদ্দৌলার জন্য অন্তর্জালে ভেসে উঠল সুখবর। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে
যুক্তরাজ্যের ইনটিগ্রিটি ম্যাগাজিনের উদ্যোগে পেলেন ‘ইন্টারন্যাশনাল মডেল অ্যাওয়ার্ড’। যদিও সেই পুরস্কার এখনো আজিমের হাতে এসে পৌঁছায়নি। কেননা, মহামারিকালের বাস্তবতায় ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পারেননি তিনি। আজিমের সঙ্গে এই পুরস্কার ভাগ করে নিয়েছেন মার্কিন মডেল জসুয়া মুন।
আজিমের কাছে অনুভূতি জানতে চাইলে সেখানে উচ্ছ্বাসের সঙ্গে উঠে এল কিছু আক্ষেপও। বললেন, ‘আমার তো এবার কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটার কথা ছিল। কথা ছিল, ইনটিগ্রিটি ম্যাগাজিনের ফটোশুট করব। এই আয়োজনের সঙ্গে স্পনসর হিসেবে যুক্ত হয়েছিল কোরিয়ার তিনটি কসমেটিকস ব্র্যান্ড। ওদেরও ফটোশুট করার কথা ছিল। আমাকে ওখানে যুক্তরাষ্ট্রের নামকরা ডিজাইনার গ্রেস মুন আমন্ত্রণ জানিয়েছিলেন। কিছুই হলো না।’