সেলাইয়ের নিপুণতা, ব্যক্তির শারীরিক গঠনের নির্দিষ্ট মাপ, আনুষ্ঠানিক কিন্তু চলতি ধারার এ সবকিছুই তুলে ধরা হয় টেইলরড কাটের পোশাকে। এ ধরনের পোশাক সাজপোশাকে নিয়ে আসে ভিন্নতা
অক্সফোর্ড ডিকশনারিতে ১২৯৭ সালে প্রথম ‘টেইলার’ শব্দটি যুক্ত বা প্রকাশিত হয়। এটি ফরাসি শব্দ ‘টেইলার’ থেকে এসেছে, যার অর্থ ‘কাটা’। সেলাইয়ের কাজটি পশ্চিম ইউরোপে বৈচিত্র্য পেতে শুরু করে। এই সময়ের আগে পোশাকগুলো সাধারণত এক টুকরো কাপড় থেকে তৈরি করা হতো এবং শরীর ঢেকে রাখা বা আড়াল করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল; গার্মেন্টস প্রস্তুতকারক বা পোশাক পরা ব্যক্তির স্টাইলের ওপর বিশেষ আগ্রহ দেখা যায়নি। টেইলরড কাটের পোশাকটি ব্যক্তির শারীরিক কাঠামো অনুযায়ী বানানো হয়। একদম যথার্থ মাপ নিয়ে। মজার বিষয় হলো, টেইলরড কাটের পোশাকের মাধ্যমে শারীরিক অবকাঠামোতে শুকনা ধাঁচ আনা সম্ভব। তবে এটা করতে গিয়ে পোশাকে আঁটসাঁট ভাব আনা যাবে না কোনোভাবেই।
আমাদের দেশে টেইলর শপ বা দরজির দোকানে গিয়ে নির্দিষ্ট মাপে কাপড় বানানোর ঐতিহ্য বহু পুরোনো। দোকানে তৈরি কাপড়ের চাহিদা অনেক বেশি থাকলেও এ শিল্প এখনো সগর্বে বিরাজমান। তবে পাশ্চাত্যের টেইলরড কাট পোশাকের সঙ্গে এখানকার দরজি দোকানের বানানো পোশাক এক নয়। শব্দটির অর্থ এবং পোশাক পরিবেশনে রয়েছে ভিন্নতা। করপোরেট লুকের পোশাক, এখানে থাকবে না গতানুগতিক আনুষ্ঠানিক লুক। প্রকাশ পাবে চলতি ধারার ছাঁটকাট। এমনটাই জানালেন ফ্যাশন ডিজাইনার আফসানা ঊর্মি। তবে শর্ত হচ্ছে সেলাইয়ে থাকবে নিখুঁত নিপুণতা। পুরো সেটের পোশাকের সম্পূর্ণতায় প্রকাশ পাবে কড়কড়ে ভাব।